আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন। চলে আসলাম নতুন একটি আর্টিকেলে। আমি আপনাদের সাথে আলোচনা করব দুইটি শীতের জন্য উপকারী গ্যাজেট নিয়ে যা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। চলুন শুরু করা যাক।
important winter gadget
আজকে যে গ্যাজেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি পোর্টেবল মিনি হিটার যা আপনার ঘরে ব্যবহার করলে ঘরটিকে গরম রাখতে পারবেন। এতদিন তো অনেক ঘর ঠান্ডা করার ফ্যান দেখেছেন আজকে এই ইলেকট্রিক পোর্টেবল হিটারটির সাথে পরিচয় হন।
এই হিটার টি ২২০ থেকে ২৪০ ভোল্টে চলার উপযোগী।
এটি একটি দুই হাজার ওয়ার্ড এর হিটার। এটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটি প্লাগ দেওয়া হবে যার মাধ্যমে সহজে এটি ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের সাথে যোগ করা যাবে। আপনার ঘর থেকে যদি অতিরিক্ত ঠান্ডা ভাব দূর করতে চান। তাহলে হিটারটি আপনার কাজে আসবে । হিটারটিতে ফাস্ট heating up টেকনোলজির হয়ে রয়েছে যার মাধ্যমে এটি ৩ সেকেন্ডে আপনার ঘরকে গরম করা শুরু করবে।
Price
এটা কি আপনারা দারাজ এ পেয়ে যাবেন ১৩০০ টাকার মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন