আজকে আপনাদের সাথে কথা বলবো vivo y02s নিয়ে কি রয়েছে ফোনটিতে।
প্রথমে ফোনটির যে ব্যাপারে কথা বলব। তা হলো ফোনটির ডিজাইন।Vivo Y02s এর পিছন দিকটি ফুটিয়ে তুলা হয়েছে সুন্দর স্টাইলিশ ডিজাইনের মাধ্যমে।
ফোন দিতে পেয়ে যাচ্ছেন ৩ জিবি রে আমি সহ 32gb ইন্টার্নাল স্টোরেজ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 inc hd প্লাস ডিসপ্লে।
ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে যাচ্ছেন ৮ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল । ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন ৫০০০ এম্পিয়ার। চার্জার হিসেবে থাকছে ১০ ওয়ার্ট ফাস্ট চার্জিং। ফোনটি অপটিমাইজ করা হয়েছে এন্ড্রয়েড ১২ দিয়ে।
বাংলাদেশের ফোনটি পাওয়া যাবে ১২৫৯৯ টাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন