আর কিছুদিন বাকি ২০২৩ সালে আস্তে। এই দিকে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান whatsapp কোম্পানি বলল প্রায় পঞ্চাশটিরও বেশি ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ।
Whatsapp banned old version.
অনেক তাড়াতাড়ি লাখ লাখ ফোনে বন্ধ হয়ে যাচ্ছে মেয়েটার whatsapp এর সেবা। এটা বা হোয়াটসঅ্যাপ সব সময় ইউজার ফ্রেন্ডলি এবং ইউজারদের প্রটেকশন এর ব্যাপারে তারা চিন্তা করে। তাই তারা তাদের ইউজারদের কথা চিন্তা করে আগের ভার্সন তথা যে ভাষণের ফোনগুলো পৃথিবীতে সবচেয়ে কম চলছে। মেটা তাদের পরবর্তী আপডেটে সেই ভার্সন গুলোকে ব্যান করে দিতে যাচ্ছে ।
মেটা আরো জানিয়েছে সম্ভবত প্রাইভেসি রক্ষায় আমাদেরকে পূর্ববর্তী বা ওল্ড ভার্সনের মোবাইল গুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিতে হবে। কারণ আমাদের এই ভার্সন টি চালানোর ক্ষমতা ওই মোবাইলগুলোতে নেই।
অন্যান্য কোম্পানির মত কোন ডিভাইস থেকে কোন অ্যাপ সরাতে হবে কোন ভার্সনের জন্য কমফোর্টেবল।
এই তথ্যগুলো আমরা প্রতিবছরই যাচাই করে থাকি।
এই ব্যান এর তালিকায় samsung,huawei,lg, walton অ্যাপেল ফোর,আপেল ফোর সি সহ নানা ওল্ড ভার্সনের ফোন রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন