আমরা অনেকেই স্বল্পমূল্যে মোবাইল ফোন কিনতে চাই। আবার অনেকে দামি দামি মোবাইল কেনে। আমাদের অনেকেরই বাজেট কম তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে কয়েকটি ফোন
#low budget phone
যাদের বাজেট কম কিন্তু ভালো মোবাইল কিনতে চান। মোটামুটি সব কাজ ভালোভাবে করা যায় তাহলে আপনার জেনে নেওয়া দরকার।
আপনার বাজেট যদি ১৫ হাজার হয়। তাহলে প্রয়োজনীয় স্পীকেশন ফিচার দেখে আপনাকে ফোন কিনতে হবে । নিচে বাজেট ফ্রেন্ডে কয়েকটি ফোন নিয়ে আলোচনা করা হলো।
১. xiaomi redmi 9
প্রথমেই আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে xiaomi redmi 9। মোবাইল ফোনের মধ্যে শাওমি ব্র্যান্ড বাংলাদেশের একটি বড় স্থান দখল করে রয়েছে। তাদের UI DESIGN হচ্ছে একদম জটিল ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও তাদের ফোনগুলোতে রয়েছে থিম স্টোর যেখান থেকে আপনারা হাজার হাজার থিম ফ্রিতে পেয়ে যাবেন। শাওমি রেডমি ৯ এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর। শাওমি রেডমি9 ফোনটিতে পাচ্ছেন ব্যাটারী হিসেবে পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারী। হেভি ইউজার হন তাও আপনার নিমিষে একদিন কেটে যাবে। নরমাল ইউজার হন তাহলে দুই দিন কাটিয়ে দিতে পারবেন। শাওমি রেডমি নাইনে পাবেন রম হিসেবে ৬৪ জিবি তার সাথে থাকছে রেম 4 জিবি। শাওমি রেডমি ৯ ফোনটিতে পাচ্ছেন আপনারা ফেস আনলক সহ ফিঙ্গারপ্রিন্ট সেনসর আনলক সেন্সর। বর্তমানে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন ১৪৯৯ টাকায়।
2. ভিভো ওয়াই ১০
এই ফোনটি বাজারের একটি বড় অংশ দখল করে রয়েছে। এরা নজর দেয় তাদের ক্যামেরা এবং মিউজিক সিস্টেম এর উপর। তাদের ফোনগুলো যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি হয়। ভিভো ওয়াই ১০ ফোনটিতে দেয়া হয়েছে দিলিও পি35 প্রসেসর। এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারী পেয়ে যাবেন। ফোনটিতে রাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2 জিবি আর ৩২ জিবি এক্সটার্নাল স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটি এখন বাজারে পাওয়া যাবে ১১ থেকে ১২ হাজার টাকার মধ্যেই।
2.poco m2
বাজারে আসার অল্প দিনেই দুর্দান্ত সাড়া ফেলেছে শাওমির পোকো এম টু। শক্তিশালী মিডিয়াট্রেক 80 প্রসেসর। সহ ফোন দিতে থাকছে ৬ জিবি রেম। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলি এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি যা আপনার ইউজার পারফরম্যান্স কে আরো বাড়িয়ে দিবে। এ ফোনটিতে আরো থাকছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। ৬ জিবি রেম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরির ফোনটির দাম হচ্ছে ১৫ হাজার ৯৯৯ টাকা। এবং ৬ জিবি রেম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ভেরিয়েন্ট এর ফোনটির দাম হচ্ছে ১৬৯৯ টাকা।
সূত্র: ইন্ডিয়া টুডে

.png)
একটি মন্তব্য পোস্ট করুন