চলে গেলেন না ফেরার দেশে। পৃথিবীর মধ্যে একজন কিংবদন্তি প্লেয়ার পেলে।
ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন পৃথিবীর এক কিংবদন্তি প্লেয়ার পেলে Pela মাঠের মধ্যে তার পায়ের জাদুতে মেতে ছিল কিংবদন্তি পেলেয়ারের খেলা দেখি সবাই।
কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারিনি শরীরে আক্রমণ করেছিল মরণব্যাধি ক্যান্সার। বেশ কিছুদিন হাসপাতালে ক্যান্সারের সাথে লড়াই করলেও বৃহস্পতিবার শোনা যায় তার মৃত্যুর খবর। পেলের মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। কিংবদন্তি ফুটবল প্লেয়ার পেলে প্রথম বিয়ে করে ১৯৬৬ সালে। পেলের মৃত্যু দিন শোকাহত তার স্ত্রীসহ তার সন্তানেরা।
পেলের প্রথম বিয়ের সময়কাল ছিল ১৬ বছর তাদের সংসার ছিল। তারপরও ১৯৯৪ সালে আসিরিয়ার এক লোমোশ নামে মেয়ের সঙ্গে আবার ঘর বাদে পেলে। কিন্তু দুঃখজনকভাবে এই বিয়েও ছিল ২০০৮ সাল পর্যন্ত। আর এই সময়ে পেলে হয় দুই সন্তানের বাবা। ২০১৬ সালে মারশিয়ার আওকিকে বিয়ে করে নেয় ফুটবল সম্রাট। শেষ জীবন পর্যন্ত তিনি তার এই স্ত্রীর সঙ্গেই থেকেছেন।
পেলের মৃত্যুতে শোকাহত তার সন্তানেরা। এদের সাতজন পুত্র ও কন্যা সন্তানের মধ্যে একজনের মৃত্যু হয় ২০০৬ সালে। পেলে যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন তার সন্তানরা তার পাশে দাঁড়ায়। তার সন্তানদের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। তার মেয়ের instagram post থেকেই বোঝা যায় পেলের মৃত্যুর খবর। মৃত্যুর সময় সময় পেলে সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার।
যা বাংলাদেশী টাকায় ১০২৬ কোটি টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন