আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা আর্টিকেল নিয়ে। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা Happy new year
নতুন বছরের শুরু হয় নতুনের আঙ্গিনায়। নতুনের উদ্দীপনায়। এই নতুন বছরে আমরা পুরনো স্মৃতিগুলোকে বিদায় দিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চাই নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে চাই। অনেকেরই নতুন বছর শুরু হয় একটু মন খারাপ দিয়ে। আমাদের নতুন বছরের কিছুদিন আগেই আমরা আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট পেয়ে যাই। যারা রেজাল্ট ভালো করি তারা আমরা নতুন বছর নিয়ে অনেক আনন্দে মেতে থাকে। খারাপ করি তারা একটু কষ্ট পাই মনে মনে। তাই আমাদের কে নতুন বছর শুরু করতে হবে আনন্দ নিয়ে পুরনো দিনে কি হয়েছে সব কিছু ভুলে যেতে হবে। আবার নতুন করে শুরু করতে হবে আমি পারবো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নতুন বছরে যেই কাজটি আমাদের দ্বারায় হয়নি যে কাজটি আমরা ব্যর্থ হয়েছি বারবার করতে চেয়েও সে কাজটি আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে মনের ভিতর উদ্দীপনা জায়গাতে হবে যে আমি পারবো আমি পারবো।
তোমার ভিতরে যে আগুন নিভে আছে সে আগুনকে জ্বালাও সে আগুনকে দাও দাও করে জ্বালাও সেই আগুনের আলোয় তোমার জীবনকে আলোকিত করো। আবার প্রথম থেকে শুরু করো তোমার নেশা থাকবে শুধু বিজয় হওয়া। এখন থেকে সবকিছু পজিটিভলি ভাবো নিজেকে পজিটিভ ভাবে তৈরি করো নিজের ভিতরে কনফিডেন্স কে বাড়িয়ে দাও বল আমি পারবো তোমার চোখটা বন্ধ কর ধীরে ধীরে নিঃশ্বাস নাও মুখ দিয়ে ছাড়ো ধীরে ধীরে নিঃশ্বাস নাও মুখ দিয়ে ছাড়ো। কিভাবে ৩-৪ বার কর। শুয়ে পড়ো বিছানায় নিজেকে নিয়ে ভাবো জীবনে আমি কি করলাম কেন আমি পাই না সবাই কেন পারে কেন আমি পিছে এগুলো ভাবো আর বল আমি পারবো দেখবে তোমার মন থেকে একটি পজিটিভ ভাব চলে এসেছে। তোমার মাইন্ড তোমার মস্তিষ্ক পজেটিভ ভাবে কাজ করতেছে। এখন থেকে তুমি সেইসব কাজ ছেড়ে দাও এসব কাজ তোমাকে পিছিয়ে রেখেছে। তোমাকে অলস বানিয়ে রেখেছে। আরো নতুন বছর চলে এসেছে আমাকে একদিকে আমার ফ্যামিলিকে খুশি রাখতে হবে নিজেকে খুশি থাকতে হবে। ফ্যামিলির জন্য কিছু করতে হবে। কেন সবাই আমাকে অকর্মা বলে কেন আমি পারিনা কেন আমি এমন। দুঃখ কষ্ট সব কিছু তোমার মাথা থেকে দূর করে দাও। পড়ালেখায় মন দাও তোমাকে বড় হয়ে কিছু করতে হবে পরের সেমিস্টার আসার আগেই নিজেকে তৈরি করো নিজেকে প্রেজেন্ট করো প্রেজেন্ট কর যে আমি ব্যাক ভেঞ্চার হয়েও পারি।
নিজেকে প্রতিটা সময় অ্যাডভেঞ্চারে রাখো নতুন করে রুটিন সাজাও সেই রুটিন শুধু তোমার hardwork গুলোই থাকবে যার মাধ্যমে তুমি প্রতিষ্ঠিত হবে সমাজে সমাজে তোমাকে সবাই ভালো বলবে। রুটিন গুলো এমন হবে যে পরের বছর থেকে তোমাকে আর পিছে তাকাতে হবে না তোমার আর ২০২২ সালের কথা মনে হবে না নতুন করে জীবন শুরু হবে। ২০২২ সালের কষ্টগুলো ভুলে যাবে আবার নতুন করে জীবন শুরু করবে বেস্ট অফ লাক।
(New year upcoming)
যদি কারো কথায় কষ্ট পেয়ে থাকো। যদি কেউ তোমাকে এড়িয়ে চলে তাহলে তাকে বাই বলে দাও আমার সময় নাই আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি আমার মূল্যবান সময় এভাবে নষ্ট করতে পারবো না।
(Motivation)
এখানে আমি আজকের মোটিভেশনের আর্টিকেল শেষ করে দিচ্ছি আবারো তোমাদেরকে বলছি। নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year.
Tags- #powerfulmotivaton #motivationquite #motivationlatter#newyear #newyearmotivationquite #newyearmotivationbangla

একটি মন্তব্য পোস্ট করুন