এই ব্লগটি সন্ধান করুন

 বর্তমানে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে প্রায় 24 ঘন্টার মধ্যে অনেক সময় আমরা স্মার্টফোন ব্যবহার করি এবং আমরা গুগলের সার্ভিস গুলো একটু বেশি ব্যবহার করে থাকি যারা আইফোন ইউজ করে তারা iphone এর সার্ভিস গুলো ব্যবহার করে থাকে। আজকে আমি বলব আমরা যে সার্ভিস গুলো ব্যবহার করে থাকি google এবং iphone এর তারা আমাদের সম্পর্কে কতটুকু জানে।




আমরা বিভিন্ন সময় ইন্টারনেটে বিভিন্ন জিনিস ব্রাউজ করে থাকি। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি তারা বিশেষ করে গুগল ক্রোমোজটা ইউজ করি।

আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি। বিভিন্ন সার্চ করি বিভিন্ন সাইট ভিজিট করি এবং সার্চ ডাটা গুলো থাকে search history গুলো থাকে এগুলো সবই গুগলের জানা এই তথ্যগুলো গুগল যে কোন সময় দেখতে পারে। আর আমরা যখনই এগুলো ওপেন করি প্রথম গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার দেখবেন তারা কিছু access চায় তারা এক্সেসের মাধ্যমে। মাধ্যমে আমাদের ডাটা গুলো দেখতে পারে আমরা কি সার্চ করতেছি আমাদের হিস্টোরি জানতে পারে।

আবার আমরা যারা অ্যাপেল ইউজ করি অ্যাপেল কোম্পানির আমাদের থেকে বিভিন্ন ডাটা ডাটা নিয়ে থাকে যেমন আমাদের নাম ঠিকানা এগুলো সবই তাদের কাছে রয়েছে তারা আমাদেরকে ভালোভাবেই চেনে তারা আমাদের লোকেশন টাও ভালোভাবে জানে যখনই আমরা এগুলো access নিতে চাই তখনই তারা আমাদের থেকে তাদের প্রাইভেসি ট্র্যান্স অফ কন্ডিশন দিয়ে থাকে। যখনই আমরা এগুলো অ্যালাও করে দেই তার মানে আমরা তাদেরকে আমাদের ডাটা স্বেচ্ছায় দিয়ে দিচ্ছি। তাই আমাদেরকে সাবধান হতে হবে বিভিন্ন সাইট আমাদেরকেই ট্রান্স অফ কন্ডিশন অ্যালাও করতে বলে করার আগে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে ভালো করে পড়ে নিতে হবে। একটু ভুল করলে আমাদের তথ্যগুলো চলে যাবে তাদের হাতে এবং তারা আমাদের ব্যক্তিগত সবকিছু জেনে যাবে।


আবার আমরা ইউটিউব ব্যবহার করে থাকি ইউটিউবে কিন্তু বিভিন্নভাবে আমাদের থেকে ডেটা নিচ্ছে


আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন। আমি যখন ইউটিউব ব্রাউজ করি তখন আমাদের যা পছন্দ আমরা যে ভিডিওগুলো দেখতে চাই সেগুলোই আমাদের সামনে চলে আসে সো তাদের কাছে আমাদের ফোনের বিভিন্ন তথ্য বা ডেটা থাকে যার মাধ্যমে ইউটিউব আমাদেরকে আমাদের পছন্দের জিনিসগুলো শেয়ার করে আমাদের লোকেশন থেকে তাদের কাছে। গুরুত্বপূর্ণ ডেটা গুলোও তাদের কাছে থাকে আমাদের।

এগুলো কিভাবে আমরা দেখতে পারি বা মুছে ফেলতে পারি ডাটা গুলো কোথায় রয়েছে।


আপনি যদি আপনার ডাটা গুলো দেখতে চান তাহলে নিচের ইউআরএলটি google এ সার্চ করুন।

myactivity.google.com/activitycontrols

এই ইউ আর এল টি সার্চ দেওয়ার পরে আপনি আপনার google একাউন্ট দিয়ে সাইন ইন করে নিন অর্থাৎ আপনার google একাউন্টের জিমেইল দিয়ে সাইন ইন করে নিন। সাইলেন্ট করার পরে আপনি আপনার প্রোফাইল সার্চ হিস্টোরি লোকেশন অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাইভেসি গুলো পেয়ে যাবেন।
এগুলো চেক করার জন্যManage all Web and App Activity এ ক্লিক করুন।

আর মজার ব্যাপার হলো এখান থেকে আপনি আপনার তথ্যগুলো মুছেও ফেলতে পারবেন ফেলতে পারবেন।

আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে আপনার তথ্যগুলো কিভাবে দেখবেন।


অ্যাপেল গোপনীয় থেকে সব সময় আগে রাখে। কিন্তু অ্যাপেল এর অ্যাডভারটাইসমেন্ট এর দিকে খেয়াল করে তারা তাদের আমাদের বিভিন্ন ডেটা ওদের দিয়ে থাকে। অ্যাপেলের ট্রাকিং ট্রান্সফরমার ফিচার টি চালু হওয়ার পরে তারা বিজ্ঞাপন দাতাদের ছবি ইমেইল লোকেশন আরো অনেক কিছু দিয়ে থাকে। আপনি যদি অ্যাপেলে আপনার ডাটা টি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে privacy.apple.com এখানে যাওয়ার পর আপনার অ্যাপেল একাউন্ট দিয়ে লগইন করে নিন। তারপর তাদেরকে আপনার কে অনুরোধ করতে হবে আপনার ডাটা গুলো মুছে ফেলার জন্য বা দেখানোর জন্য এর জন্য তারা সাত দিনের বেশি সময় নেয়।


আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগলো। আজকের পোষ্টে এতোটুকুই দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ভালো থাকবেন এটাই আমার কামনা।

Post a Comment

নবীনতর পূর্বতন