এই ব্লগটি সন্ধান করুন

 আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো প্রায় ১৫০০ বছরেরও পুরনো গাছ। প্রাচীন গাছ সাহাবী বা (The Blessed tree) নিয়ে।










পৃথিবীর বুকে একটি আশ্চর্যজনক গাছ হল সাহাবী গাছ। আরো অবাক করা কথা হল এটি প্রায় ১৫০০ বছরের বেশি সময় ধরে বেঁচে আছে। এই গাছটিকে ইংরেজিতে বলা হয় The Blessed tree.



সাহাবী গাছ এমন একটি কাজ যা কনকনে রোদ এমন মরুভূমিতে প্রায় 1500 বছরের অধিক সময় ধরে বেঁচে রয়েছে যা এখনো বেঁচে রয়েছে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে গাছটি প্রথম দিকে রয়েছিল শুকনো।

কিন্তু একসময় গাছটি আল্লাহর হুকুমে সবুজ পাতায় ভরে উঠেছে যা এখনো বিদ্যমান। এই গাছটি জর্ডানের মরুভূমির সাফাই এলাকায় অবস্থিত। জর্ডানের বাদশা আব্দুল্লাহ প্রথম এই স্থানটিকে পবিত্র বলে ঘোষণা করে।

হযরত মুহাম্মদ সাঃ এর বয়স যখন ১২ বছর অর্থাৎ ৫৮২ খ্রিস্টাব্দ তখন হযরত মুহাম্মদ সাঃ তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে জর্ডানে বর্তমান সিরিয়ায় গমন করেন তাদের ভ্রমণ পথে তারা সিরিয়ার জর্ডানে ওই মরুভূমিতে অবস্থান করে। জর্ডানের সেই এলাকাতে ছিল শত শত মাইল বিস্তৃত এক বালু ময় মরুভূমি। হযরত মুহাম্মদ সাঃ সেই এলাকা দিয়ে যাওয়ার সময় একটু বিশ্রামের জায়গা খুজতেছিলেন কিন্তু তারা কোথাও কোনো বিশ্রামের জায়গা না পেয়ে তারা সেই সাহাবী গাছ বা (The Blessed tree) ওই গাছের নিচে অবস্থান করে কিন্তু তখন ওই গাছটি ছিল পুরোপুরি শুকনো পাতাহীন তবুও তারা কোথাও কোন জায়গা না পেয়ে সেই গাছের নিচে গিয়ে বসে।


বলাই বাহুল্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে অতিক্রম করতেন সেই পথ যদি রৌদ্র উজ্জ্বল হইতো তাহলে আল্লাহর কুদরতে তার মাথার উপর মেঘের ছায়া ঘোরাঘুরি করতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গাছটির নিচে বিশ্রামের জন্য বসলেন ঠিক তেমনিভাবে যখনই ভাবে মেঘ তাদের ছায়া প্রদান করত তেমনিভাবে গাছে সবুজ পাতায় ভরে উঠলো। যা এখনো বিদ্যমান।

আশ্চর্যের বিষয় হলো গাছটি এখনো বিদ্যমান যেখানে কোন গাছে জন্মানো সম্ভব নয়। সেখানে শুধু সেই গাছটি একাই জন্মে রয়েছে তার আশেপাশেও কোন গাছ দেখা যায় না এখনো যদি আপনারা সেই এলাকাটিতে যান সেই সাহাবী গাছ বা The Blessed tree দেখতে পাবেন।


আজকের আর্টিকেলটি পর্যন্তই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন দেখা হবে অন্য কোন আর্টিকেল আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা।








Post a Comment

নবীনতর পূর্বতন