আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকেরা আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নতুন নিয়মে YouTube video ডাউনলোড করবেন চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যান তারপর সেখানে গিয়ে ইউটিউবে চলে যান এবং ডেস্কটপ মোড করে নিন তারপর আপনার পছন্দমত ভিডিও সিলেক্ট করুন ।
এখনো পরে সার্চ করে দেখতে পাচ্ছেন যে YouTube লেখা রয়েছে সেখান থেকে শুধু ube কেটে দিন আবার সার্চ করুন। সার্চ করলে নিজের ছবির মত একটি পেজ আসবে।
দেখেন এখানে mp3 সিলেক্ট করা রয়েছে আপনি যদি অডিও ডাউনলোড করতে চান তাহলে MP3 ই থাকবে। আর ভিডিও ডাউনলোড করলে mp4 সিলেক্ট করুন।
এখন ক্লিক করুন from shift MP4 দেখবেন আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করেছে।
আজকের আর্টিকেল এই পর্যন্তই দেখা হবে অন্য কোন trick ব্লগে।



একটি মন্তব্য পোস্ট করুন