Geo R40 ফিউচার ফোনের মডেলটিতে রয়েছে ৪ সিম ব্যবহার করার সুবিধা। যেই আপনি একসাথে চারটি সিম ব্যবহার করতে পারবেন।
আমরা অনেকেই অনেক কোম্পানি সিম ব্যবহার করে থাকি। আবার আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তাদের নেটওয়ার্ক ব্যবহার করা নিয়ে একটি সমস্যা থেকেই যায় যে তার নেটওয়ার্ক ঠিকমতো ব্যবহার করতে পারেনা। কোথাও গ্রামীন সিম ব্যবহার করতে হয়। কোথাও রবি সিম ব্যবহার করতে হয়। বাংলালিংক সিম ব্যবহার করতে হয়। কিন্তু আমরা এখন এসবগুলো কোন সিম ব্যবহার করতে পারি না । সর্বোচ্চ দুইটা সিম ব্যবহার করতে পারি। এখন তো কোন কোন ফোনে একটি ফোন ব্যবহার করার সুবিধা।
আপনারা যেটা নেটওয়ার্ক জনিত সমস্যায় আছেন। ঠিকমতো কথা বলতে পারেন না তাদের জন্য। Geo R40
ফোনটি ব্যবহার করতে পারেন একসাথে চারটি সিম ব্যবহার করা যাবে। আবার আমরা যারা ফ্রিল্যান্সিং এর মত কাজগুলো করে থাকি তাদের ফোনে বিভিন্ন সময় একাধিক otp প্রয়োজন হয় বা জিমেইল খোলার প্রয়োজন হয় তারা একাধিক ওটিপি ভেরিফিকেশন করার জন্য এই ফোনটি ব্যবহার করতে পারেন।
Geo R40 বাটন ফোনটিতে CPU হিসেবে পেয়ে যাচ্ছেন MTK6261D। ফোনটিতে টুকটাক ব্রাউজিংয়ের জন্য পেয়ে যাচ্ছেন ব্রাউজার ২.০/html।
Geo R40 বাটন ফোনটিতে ডিসপ্লে তে পেয়ে যাচ্ছেন ২.৪ ইঞ্চি। ডিসপ্লে রেজুলেশন 240 x 320 pixels।
এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 2500 mAh li-on battery. তাদের কথা মতে Geo R40 একবার চার্জ দিলে প্রায় ১৫ ঘন্টার মত একটানা কথা বলা যাবে।
Geo R40 ফোনটিতে স্টোরেজ হিসেবে Ram থাকছে ৩২ এমবি।ROM থাকছে ৩২ এমবি। ফোনটিতে SD (memory card) কার্ড ইউজ করতে পারবেন ৩২ জিবি পর্যন্ত।
ফোনটিতে পেয়ে যাচ্ছেন টর্চের সুবিধা । টর্চ লাইটটি সাইডের বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তার জন্য আলাদা করে কোন বাটন অনেক প্রেস করতে হয় না। তাই ফোনটি বন্ধ থাকলেও ফোনটিতে চার্জ থাকলে সহজে টর্চ লাইট জ্বালাতে পারবেন।
ফোনটিতে ব্লুটুথ, এফএম রেডিও ইয়ারফোন ছাড়াই ব্যবহার করতে পারবেন। Geo R40 ফোনটিতে অটো কল রেকর্ড ব্ল্যাকলিস্ট সাপোর্ট করে কিন্তু ফোনটিতে থাকছে না ম্যাজিক ভয়েস।
ফোনটির বক্সের ভেতরে যা যা থাকছে:-
Geo R40 ফোনের বক্সের ভিতরে মোবাইলসহ এয়ারফোন, চার্জার, ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন