এই ব্লগটি সন্ধান করুন

অফিসিয়াল ভাবে দাম কমেছে xiaomi ব্যান্ডের ফোন
Redmi 10 A এর এখন আগের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে এই ফোনটি। যাদের বাজেট কম ভালো ফোন খুঁজছেন তাদের জন্য রেডমি টেন এ হতে পারে আদর্শ ফোন। চলুন শুরু করা যাক কি দেওয়া হয়েছে ফোনে কি রয়েছে ফোনের বৈশিষ্ট্য। 







Redmi 10 A ফোনে যে যে ফিচার পাচ্ছেন।

ফোনটির ডিজাইন আর দশটি ফোনের মতই ফোনের পিছনে ক্যামেরার সাথে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি। এই দামে ফোনটির সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন। এটা গ্রাহকের ফোন কেনার একটি পয়েন্ট হতে পারে। কারণ বলতো এই দামের ভিতরে বাজারে যাই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না যেমন এর একটি উদাহরণ হতে পারে realme c11 এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট নেই।

ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন Redmi 10 A তে ৬.৫৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনটির ওজন হচ্ছে 194 গ্রাম।

এই ফোনের ডিসপ্লে তে কোনো রিফ্রেশরেট থাকছে না। যা দামের সাথে কম্পেয়ার করলে না দেওয়ারই কথা।
Redmi 10 A তে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর।
ফোনটি সর্বোচ্চ ৪ জিবি রেম ও ৬৪ জিবি রম ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।

Redmi 10 A ক্যামেরা এবং ব্যাটারি।

কেমন হিসেবে  ফোন টিতে পেয়ে যাচ্ছেন পেছনে ১৩ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনের ফন্টে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন পাঁচ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড  ১২ এবং মি ইউ আই ১২.৫ দিয়ে ফোনটি চলবে। 5000 এম্পিয়ার ব্যাটার

পেয়ে যাবেন রেডমি এন এ তে।

রেডমি টেন এ এর দাম

Redmi 10 A রয়েছে বিশাল ডিসপ্লের সাথে রয়েছে ৫০০০  mAh ব্যাটারী তাদের রয়েছে নিজস্ব থিম স্টোর যেখান থেকে আপনারা অনেক ক্রিম ফোনের ইউআই পেয়ে যাবেন যার মাধ্যমে আপনার ফোনের ভেতরটাকে সাজাতে পারবেন একদম অন্যরকম ভাবে যা আমার কাছে সব সময় ভালো লাগে এই ফোনটির। আর শাওমির সকল ব্যান্ডের ফোন এই থিম স্টোরটি সাপোর্ট করে কিন্তু অন্যান্য ফোনের থিম স্টোর দেখা যায় খুব কম। ফোনটির ডিজাইন ও বেশ ভালো যা আমরা একটি ফোন কিনতে গেলে সব সময় লক্ষ্য করি।


redmi 10 a ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ভেরিয়েন্ট এর দাম আগে ছিল ১৪৪৯৯ টাকা। এখন ফোনটি পাবেন ১০৪৯৯ টাকায়।

আর 4gb রেম ৬৪ জিবি স্টোরেজ ভেরেন্ডের ফোনটি পাবেন ১২৯৯৯ টাকায়। যার আগে দাম ছিল ১৪ হাজার ৯৯৯ টাকা।।

বর্তমানে আমরা যারা বাজেট ফ্রেন্ডলি বা লো বাজেটে ফোন কিনতে যাচ্ছি তাদের জন্য রেডমি টেন এ ৪ ৬৪ ফোনটি কেনাকাটা অনেক ভালো হবে মনে করতেছি। এই বাজেটে এত ফিচার খুব কম ফোনেই দেওয়া হয়। তাই আমার মতে যারা আমরা লো বাজেটে ফোন কিনতে চাচ্ছি তাদের জন্য এই ফোনটি কেনা যুক্তিযুক্ত হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন